যেতে যেতে পয়ত্রিশটা বছর
এমনি করে গেল গড়ি
মোর জীবনের  কিয়ামত
কতদূর -
ভাবি থাকি থাকি।
মায়া আর মমতায়
গড়াগড়ি করি,
ভুলে গেছি যেতে হবে
মায়ার ভুবন ছাড়ি।


দাদু আর নানু
কত আপনজন এক এক করে
মায়ার বাঁধন ছিন্ন করে
কবর দেশে দিয়ে গেল পাড়ি।
নিশি ভোরে দু' হাত তুলি
খোদার আরশে,
ছেড়ে দিয়ে চোঁখের বারি।
ক্ষমা করো দয়াময়
আমরা পাপী গোনাহগার
তোমার পানা চাহি।


কবর আর কাফনে মুড়ায়
কতশত প্রিয়জন
অন্ধকারে আছে পড়ি
ক্ষমতা আর জোরচুরি
পদ আর পদবি
নিজ হাতে গাড়ানো দালানকোঠা
করেছো তৈরি,
যাওয়ার বেলায় শুণ্য হাতে
দিতে হবে পাড়ি।
কবরের সাড়ে তিন হাত
জায়গা তোমার পাকা দলিল
নেই কোন জোরচুরি।
দু' হাত তুলে খোদার আরশে
আসন পাতিয়া বসি
ক্ষমা করো দয়াময়,
আমরা পাপী গোনাহগার
তোমার পানা চাহি।