৷৷৷৷৷  মাচান।।।।


দিবসের ক্লান্তি লাঘবের তরে,
পাড়া গাঁয়ে ছেলো বুড়ো জমাট বেঁধে
গল্প গুজব, তামাশার ছলে,
কেউ শুয়ে, কেউবা বসে
মাচানের পরে।
সুরুত আলী গ্রামের মোল্লা দাদু
মিষ্টি স্বরে, সুর ধরে পুথি পড়ে
মাচানে বসে।


মহুয়া, নছিমন, আলম সাধুর পালা গানে,  
ছেলে বুড়ো এক সাথে
করুন কাহিনি বচনে
আঁখি গড়ে জল বয়
কপোল গড়ে।।
মাচান আছে, আছে ছেলে আর বুড়ো
নেই গাঁয়ের সুরুত আলী
নেই টুনু আর মনু
আলাপন জমে না মাচানের পরে।
মুক নির্বাক আঁখি শুধু ফোনে
যে যার মত করে,দিবস কাটে
ভালবাসা আজ তাই,
বিলিনের পথে।