চৌদ্দটা বছর একটা অপেক্ষা
তুমি তো আমারি হবে।
তোমার ভাল লাগা - মন্দ লাগা
সবই তো আমার ছিল।
কেন জানো ভাবতাম
তুমি তো আমারি হবে।


প্রতিটা মুহূর্ত ছিল তোমাকে
দেখার তীব্র আকাঙ্খা,
তোমাকে কাছে পাওয়ার
পরম বাসনা।
আজ আর তেমন নেই বটে
তবুও তোমায় মনে পড়ে।


প্রতিদিন একটা নিয়ম করে
আসা- যাওয়া ছিল।
এখন ভুলেও আর যাওয়া হয়না
ঐ পথে।
তোমার উঠানের আম গাছ
আমার ছিল পরম আত্মীয়
কত আলাপন,  কত প্রত্যাশা
কত স্বপ্নের সাক্ষী সে
আজ আর যাওয়া হয়না বটে
তবু্ও তোমায় মনে পড়ে।


তোমার পরিবার ও আত্মীয় স্বজন
সবাই তো এক রকম মেনেই নিল
আমার স্বপ্নের ঘরে
তুমি হলে সারথি।
আমার লাজ- লজ্জা তো
আমি খেয়েই ফেলেছিলাম
তা না হলে বলতাম কেমনে
তুমি আমার বউ হবে।
আজ আর তেমনটি মনে হয় না বটে
তবু্ও তোমায় মনে পড়ে।।