হায়রে মানুষ, সেরা মানুষ
ভাবছে নিজে নিজে,
জ্ঞানের পাহাড় আচরণে
উড়ায় শুধু বুলি।
আসল জায়গায় চাইপা ধরো
হা হা ফাঁকা কলসি
হায়রে মূর্খ মানব
গভীর নদে স্রোতধারায়
শব্দ নাহি বেশি।।


সবার তরে ভুল ধরে আর
নিজেই ভাবে জ্ঞানী।
নিরবতায় মানব জ্ঞানী
পন্ডিত যে ভাষায় বুঝি
ভদ্র যে মিষ্টি শুধায়
বংশ বোল আচারণে
উড়াও যত বুলি
হায়রে মূর্খ মানব
মানুষ হলো সেরা কূলে
সেরামনি।।


পোশাক পরো দামি দামি
ভাবছো সেরা তুমি
বেশভূষা পাগল চিনি
মানব চিনি কথ্যে
বংশ বুনি ভিত্তি যার
মানব বলি তারে
হায়রে মূর্খ মানব
অহংকার কেবল শ্রষ্টারেই
সাজে।।