যেতে যেতে অনেক দূরে
অনেক পথ হেঁটেছি আনমনে
অনেক স্বপ্ন, অনেক গল্প
লেখা হয়নি নতুন করে
না বলা অনেক কথা আজ
ঢাকা পড়ে গেছে কুয়াশা চাদরে
না বলা সেই কথা গুলো
একদিন কারো গল্পের
শিরোনাম হয়তো হবে।


দু' হাতে অনেক কিছু যা ছিল
আমার।  তা তোমাদের!
আমি নিঃস্ব নই,
পূর্ণতায় ভরা আমার পরেতে পরেতে
না বলা অনেক কথা
থেকে যাবে অগোচরে।
ভাল থাকবে তুমি আমাদের মাঝে
না বলা কথা গুলো
কোন একদিন তোমার হবে।


আমি রিক্ত নই আমি শুণ্য নই
নতুন করে গড়তে আমি পারি
সে বিশ্বাস আজ আমাতে সবার
তুমি বলে যাও। করো বদনাম
আমি না বলা সেই কথা গুলো
রেখেই দিবো তুমি আসবে,
সব কিছু তোমার শেষ হবে
না বলা কথা গুলো
তোমার সঙ্গী হবে।।