ওগো নারী,
তুমি বিশ্বজয়া
তোমার হাতের পরশে
সাজিয়াছে অপরূপ রূপে
এই বসুধা।


ওগো নারী,
তুমি বিশ্বধাত্রী
করিছ জগতের সেবা
তোমার লালনে সুসজ্জিত হয়েছে
এই বসুধা।


ওগো নারী,
তুমি জগতের মাতা
তোমার ক্রোড়ে,
সৃষ্টি হয়েছে কতশত যোদ্ধা
তারা নতুন করে গড়িবে
এই বসুধা।


ওগো নারী,
তুমি সর্বজয়া
তোমার কাধেঁ বিশ্ব ভুবন
পাবে নাযাতের ওছিলা।
তোমার দুগ্ধ শিশুরাই গড়িবে
এই বসুধা।


ওগো নারী,
তুমি সহজা- সরলা
তোমার বচনে ধন্য শ্রষ্টা
সালাম পাঠালো তোমার তরে
স্বয়ং আল্লাহ।
তোমার শক্ত হাতে সাজিবে
এই বসুধা।


ওগো নারী,
তুমি অপরুপা
তোমার রুপে মুগ্ধ শশী
নক্ষত্র, তারকা।
নতশীরে করিল চুম্বন!
সুমাইয়া, রাবেয়া।
তাদের হাতের চাবি
খুলিয়া মেলিবে
এই বসুধা।


ওগো নারী,
তুমি পুূজারিনী
লক্ষী,স্বরস্বতী, দূগা
শক্ত হাতে অশুভরে করিয়ে দমন
গড়িয়া গিয়েছে,
এই মায়াময় বসুধা।


তারিখঃ ২৮-০২-২০১৭