যেতে যেতে ত্রিশটা বছর
পেরিয়ে গেল কিসে
নিজে জন্য একটি বারো
ভাববার অবকাশ পাইনি মোটে
সবার ভালো হোক জগতে
আমার ভালোর তরে
মানবের তরে মানবতা জাগরুক হোক
এই ধরাতে
অবশেষে অপরাধী হলাম
বিনা দোষের দুষ্টে।


ছোট বড় সবার তবে রাত বিরাতে
ছুটে চলি একটু সাড়া পেলে
মানবের ক্ষতি হবে ধরায়
এমন কর্ম হয়নি কভু
মনের অজান্তে।
পাহাড়ের মত অটল দেহ
সবার ভালো তরে,
তুচ্ছ করে ভবের মায়া
বিলিয়ে দিলাম যারে
বিনা দোষ অপরাধী আজ
মায়ার জগৎ সংসারে।।


স্বার্থের তরে সঙ্গী যারা
তারাই সেরা মণি
মানবতা আজ গুমরে মরে
স্বার্থবাদীর পকেট তো ভাই ভারি
সরল - সহজ পথের মানুষ
বিনা দোষে দোষী।।