অদূরে চাহিয়া দেখিনু
পবনে কেশরাশি দুলে,
দাঁড়িয়ে মায়ামৃগা বেশ
চাহিয়া রহিয়াছে দূরপানে।
বলিলাম কে গো তুমি? অপরিচিতা।
ফিরিয়া চাহিল মোরপানে,
ভাবিনু আঁখি বুঝি মুদিল
তাহার র্দশনে।


কাম বাসনাময়ী ভুরু
আঁখি জ্বলিতেছে হিরকমালা।
দন্ত যুঘল সারি সারি শ্বেত পাথর
তিলকে তিল পুষ্প সূর্যমুখী।
বলিলাম কে গো তুমি? অপরিচিতা।
দেহখানি চাহিনু বারে বারে
বিশাল ধরা, মরুচর।
চাতক পাখি, বারি বারি
মনে হলো চৈত্রের খরা
হানিয়াছে দেহ খানি।


পুনরায় বলিলাম কে গো তুমি?  অপরিচিত।
চাহিল বাঁকা আঁখিতে
বাক সরিলো না মুখেতে
ওষ্ঠের ফাঁকে মৃদু হাসি
কাড়িয়া রহিল পরানি।
বলিলাম ওগো অপরিচিতা?
ফাগুনের আগুনে পুড়ছে ঠুনকো কাশবন
বারি ঢালিবে কি? তুমি তাহার চরণে,
ওগো অপরিচিতা।