তোমার শহরে আমি বড়ো বেমানান,
তাই ফেলে আসলাম যত
মায়া,  স্মৃতির কাব্য গুলো।
তুমি নিলে আর নিলে আমাতে
হয়তো পূর্ণ্যতা পেয়েছো
না বাহ্যিকতা মনে হলেও
আমি জানি পুরোটা জুড়ে
থেকে গেছে অপূর্ণ্যতা।।


একদিন আমার নদ পূর্ণ হবে জলে
খেয়া পারাপারে
মাঝিরা ভিড়বে পালাবদলে
আমার আমিতে তবুও
থাকবে তোমার শূণ্যতা
ভেবে ভেবে তুমি হবে বিভোর
পূর্ণ্যতার শহরে,
ভেজা কাকের সারিতে তোমার
আগমন ঘটবে,
তুমি জড়োসড়ো হয়ে
অলতো বোলে তুমি পূর্ণ
না তবুও তোমাতে রয়ে যাবে
অপূর্ণ্যতা।।


ঘুঙুর পরা পায়ে আলতা মেখে
আমার উঠানে,
ময়ূরী পেখম মেলবে
আমি রবো তন্দ্রাছন্ন দেউলের কোণে
তোমার আগমন
তোমাতে বরণে ব্যাকুলতা জাগলেও
বিবেকের ফাঁদে,
আমার সকল চাওয়া হবে বৈরি।
তুমি তখন হেসে হেসে বলবে
তুমি পরিপূর্ণ।
না না তবুও তোমাতে রবে
অপূর্ণ্যতা।।