ছোট বেলায় এক সাথে মোরা সবাই
বই কাঁধে আর হাতে ছিল লাটাই
দল বেঁধে  হেঁটে হেঁটে পথ হত দূর
কার গাছে কত ফল পেকে ভরপুর
সব ছিল নাগালে,
খেতে কি যে সুস্বাদু।
চুরি আর লুকোচুরি এর থেকে বেশি নয়
বাপ- দাদুর ভয় ডর মায়ের বকুনি
অভিযোগ করেছে বলেই তো
সন্ধ্যা হয়ে গেল তবুও বাড়ি
ফেরা হয়নি।
এই হলো পাঠশালা বন্ধুদের দুষ্টামি।
হায়রে মাষ্টার নয় তো
মনে হতো যমদূত!
তবুও আমাদের ছিলনা কোন বেয়াদবি
পাঠশালার পাঠ্যবইয়ে জ্ঞানের ছিল জুড়ি
শ্রদ্ধা, সম্মান আজ মোরা করি,
গুরুজনের ভক্তি সেরা উপদেশ মানি।


আজকে পাঠশাল সেদিন আর নেই
মাষ্টার, পন্ডিত পদ গুলো নেই
শিক্ষক নামধারী মাস গেলে মাইনা
হিসাবে বড় কড়াকড়ি,
কখন আসে পাঠশালে কখন যে যায়
ছাত্ররা চুপেঘোপে গাঁজা, গুলি খায়
পাঠশালা নয়তো নাট্যশালা,
বাইজিরা খোলা মাঠে নগ্ন হয়ে
বানদের সাথে সাথে নৃত্য করে।


দিনভর চলে তামশা খোলা মাঠে
রাত হলে হায়নার রুপে,
জাতির লজ্জা নিয়ে মাতামাতি করে
ধর্ষণ আজ ফ্যাশান
আমাদের পাঠ্যশালে।।