আজ কত দিন পর,
কত স্মৃতি হৃদয় দ্বারে
চৈত্রের দুপুরে ভরা পুকুরে লাফ
উদাসী দুপুরে রাখালে বাশিঁ
টুনি ও মনুর ধূলার ঘরবাড়ি
ক্ষণিকে তরে,
ভেঙে গেলে হায়রে কি কান্নাকাটি।


গ্রীষ্মের আকাশে কালো মেঘ
কালো মেঘে কালবৈশাখী,
কখন গ্রীষ্মের রোদ যেন
আগুনের ফুলকি
মাট ঘাট খা- খা
এক ফোটা বৃষ্টি,
আকাশের বুক গুমটে
ভ্যাপাসে গরম তপ্ত দেহ
ক্ষণিকে বৃষ্টি,
মন করে কাড়াকাড়ি
এই তো সেদিনের কথা
আজ শুধু তা স্মৃতির পাতা।


শরতের মাঠে ঠুনকো কাশ
গগনে ধবলী মেঘ আর ধবলী বক
সবি করে একাকার,
ধবলী মেঘে কোলে
সুরুজ মত্ত খেলে,
শিউলি ফোটে কানন শাখে।
চাঁদনী রাতে পিড়িতে বসে
গল্প গুজবে আড্ডাটা
এই তো সেদিনের কথা
আজ শুধু তা স্মৃতির পাতা।


হেমন্তের মাঠে সোনালী ধান
কৃষকের মুখে হাসির বান
কৃষানী বসে উঠানের কোনে
হাতের কাঁকন রুনুঝুনু বাজে
রুপালী ধানের রুপ,
মন মাতানো বাঁশি সুর
পল্লীবালা মায়াবী চাহুনী
এই তো সেদিনের কথা
আজ শুধু তা স্মৃতির পাতা।