পৌষ আর মাঘে আমাদের পাড়া গাঁয়ে
ঘরে ঘরে পড়ে যায় হিড়িক
পিঠা-পুলি পায়েশ আর নতুন ধানের
খির- কদলি, আহা কি আয়েশ।
কেউ যায় নানু বাড়ি
কেউ আসে দাদু বাড়ি
উনুনের পাশে বসে দিদির হাতের তৈরি পিঠে
খেতে খেতে গল্পের আসর জমতো
হারিয়ে যাওয়া কত স্মৃতি দিদির
চোঁখে ভাসতো,
কখনো ঝগড়া মাঝে মুখ কালো হতো
দিদি মনি আড়ী পেতে মুখ ভার করত
সোনা দিদি লক্ষী দিদি
পিঠা দাও তাড়াতাড়ি
খেজুর গুড়ে আহা ভাপা পিঠা
খেতে কি যে মজা
পাড়ে গাঁয়ের ছেলে বুড়ো সবার কাছে
শীতের পিঠা
নবান্নের উৎসব আর নতুন ধানে চিড়া
মাতামতি সারা গাঁয়ে
জেগে ওঠতো পাড়া
আহা! কী যে মজা শীতের পিঠা।