তোমায় দেখেছিলাম,
গাঁয়ের মেটো পথের ধারে
সোঁদালি ফুলের গোছা
দু'হাতের পরে,
চাহিয়া ছিলে নেত্র নয়নে
কোন এক নওযুয়ান
তাকিয়ে ছিল তোমার পানে।


তোমায় দেখেছিলাম,
কোন এক ঝিলের ধারে
গেঁয়ো বালিকার সাথে
শাপলা,শালুক তুলছিলে
মুঠিপরে,
কোন এক অচেনা বালক
হতবাক চিত্তে
তাকিয়ে আছে তোমার পানে।


তোমায় দেখেছিলাম,
উঠানের দিঘল দিঘি ধারে
খোলা আকাশের নিচে
লুকোচুরি খেলছিলে দিঘি জলে
ঝপসা শরীরে,
বক্ষ যুঘল পর্বত গিরি
ধাধালো দু' নয়নে।


তোমায় দেখেছিলাম,
কুড়ে ঘরের জীর্ণ বেড়ার পাশে
কালো কেশে কাপড়ের বেনি
না জানি কিসের ছলে
চাইলাম তোমার পানে
নিমেষে পরান কাড়িল
তোমার মায়াবী চাহুনি
বাঁধিল মোর নয়নে।