তুমি আমার দুর আকাশে
পূর্ণিমার শশী,
কালো মেঘের আড়ালেতে লুকিয়ে
থেকে দিতে চাও ফাঁকি।
দিবস রাতে তারার সাথে
তোমায় শুধু খুঁজি।
তুমি আমার
বেঁচে থাকার একমাত্র সাথী।


তুমি আমার
ভরা নদীর জোয়ার - ভাটা
সেই নদীতে ডুবিয়ে আমি
পাই যে পথের দিশা।
তুমি আমার
খেয়া ঘাটে পারাপারের তরী
সেই তরীতে বৈঠা বহে
সারাজীবন দিবো তব পাড়ি।


তুমি আমার
জীবন নদী দক্ষ মাঝি- মাল্লা
উজান কূলে আঁচড়ে পড়া
ঝড়, জলোচ্ছ্বাস, সুনামি
পাবে তবু ধাক্কা।
তুমি আমার
এই জীবনে নতুন আশার আলো
আধাঁর রাতের জোন্সা তুমি
তোমায় বাসি ভালো।।