পথ চেয়ে আছো বুঝি
দু’চোখ বুজি
আকুলিত মন,
বিচলিত দু’নয়ন-
পলকে পলকে খুঁজি।

এই নাই এই শুনি
রিমিঝিমি রিমিঝিমি
টুপ-টাপ মৃদু বায় বাদলে;

এতো চেনা মুখ খানি
এত-টা অচিন জানি
চার ধারে ঘন ঘোর সন্ধ্যা ঢলে।