কাট-কাট-মার-মার
অরাজকতার
এই একটাই পেশা;
দীপ নেভে চেতনার
জেঁকে বসে ক্ষমতার
সে মরণ নেশা।

জুলুমে জাল বোনে
সব নীতি খায় ঘুনে
শ্রমিকের কথা কেউ ভাবছে রে ?
বেজে উঠে যুদ্ধের দামামা
হে অরুণ-সুষমা
আয় তোকে রক্ত দিতে হবে যে।

আয় তোরা আয় ভাই
এই যেন শেষ চাই
আয় শেষ রক্তটুকুও ঢেলে দে !

মা জননী কেঁদে ফ্যালে
কাঁদ কাঁদ স্বরে বলে
এ ভাবে আর কত চলবে ?