সেথা আমি দাঁড়ায়ে গো থাকি
ফসলের ঘ্রাণ শুঁকি
উড়ে চলা মেঘ দেখি
পাখিদের গান শুনি একাকী।


হারিয়ে যাওয়া ফাগুন চলে
জল শুকিয়ে দীঘির তলে
মাছ গুলো সব ডাঙার কুলে
ঠাণ্ডা হাওয়ায় একটু পরশ পাক,
আমায় দেখে সব খলবলে
সাঁতার কাটা পাখনা ঢলে
মুক্তি সেনা, তুফান তুলে
আয়, দিয়ে যায় গভীর জলের ডাক।