আমার ঘরে, আমার নীরে-
সন্ধ্যা তখন ধীরে ধীরে
এলোমেলো ফাগুন হাওয়া বায়;
কষ্ট গুলো হাসনাহেনার সুবাসে ছড়ায়।


মাথার উপর চাঁদের হাসি-
সুখ তারা টার পাশাপাশি বসি;
এলো চুলে হাত বুলালে-
দুঃখ না কি সুখের পড়ান জ্বলে;
পর্দা নামে পাখির গানে-
মন ভ্রমরা নিঝুম শিমুল তলে।