তুমি যে অভিমান করেছো তা আমি উপলব্ধি করতে পারি।
অন্তত তোমার ঐ চোখ দুটি তাই বলে।
বন্ধু! আমি তোমায় আড়াল করতে চাইনি।
বিশ্বাস কর! শুধু নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারিনি।
সিদ্ধান্ত নেওয়ার জন্য যে উপকরণ প্রয়োজন তার অনেকগুলোই বর্তমানে আমার মধ্যে নেই। এই গুনাবলী না থাকার জন্যইতো যতো শূণ্যতা।
তাইতো আমি দোলতে থাকি; যখন যেদিকে বাতাস দোলে।
বন্ধু! তোমাকে প্রথম দেখায় ভালো লেগেছে। আর এটাই হয়তো তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে।
ভালোবাসা যে কখনো কখনো মানুষকে দূরে ঠেলে দেয় আমিই তার জ্বলন্ত প্রমাণ।
কী করব বল? আমার মেঘলা আকাশের এতো শূণ্যতার মাঝে যদি তুমি উড়ে যাও।
যদি হৃদয় ভাঙ্গে শূণ্যতার ভারে। তাই এক বুক জ্বালা নিয়ে তোমায় মুক্তি দিলাম।
প্রিয় বন্ধু ! আমার আকাশে তোমায় উড়তে দিলাম না ঠিকই; তবে তোমার জন্য আকাশ তৈরীর পথ কিছুটা হলেও উন্মুক্ত করে গেলাম।
প্রাণের বন্ধু! বিদায় বেলায় শুধু এটুকু মিনতি। যদি কখনো কষ্টে থাকো। কিংবা শূণ্যতা হানা দেয় তোমার বুকে। সেদিন দ্বার খুলে দিও আমার আকাশের ছাউনিতে।
তোমার শূণ্যতা কমাতে না পারি। অন্তত একাত্মতা পোষণ করতে পারব।