ভেঙে যাচ্ছে আমার বসতভূমি
ভেঙে যাচ্ছে দেহমন।

নিস্তরঙ্গ সময়ের সুতো ধরে টানছি
হিসেব মিলছে না জীবনের।

এভাবেই ব্যর্থতার গল্প এগিয়ে যাচ্ছে,
শাবল দিয়ে খুঁড়োখুড়ি চলছে মনোভূমি।

আলো-অন্ধকারের মিশ্রণে
এগিয়ে গেছে তিনযুগের পটভূমি...

সামরিকতন্ত্রের শেকল ভাঙা ইতিহাস,
ভুল গণতন্ত্র পাঠ, শ্রেণিভেদ!

অতপর; একদিন
যৌনভূমির প্রতি তীব্র আসক্তি সত্ত্বেও
প্রেয়সীর চলে যাওয়া....

হয়তোবা কঠিনতম সময়ের করাঘাতে
ছুটির ঘন্টা বেজে যাবে যেকোনো দিন।