মেঘনার কূল ঘেঁষে বেড়ে উঠি
কেওড়া বনে কাঁকড়ের মতোই জীবাতু
শামখোলের মতোই বিচরণ,
বিমাতৃজ আচরণে সোঙরি!
বৈবর্ণকাল পেরিয়ে যায়,
আত্মাশ্রয়ে কালো আঁচড়ের দাগ!
পিণ্ডাকৃতি বলয়রেখায় বাজিলো ডঙ্কা!
ইকারুসের ডানা ভেঙে মৃত্যুলোকে ঝাঁপি।