চলে যাবো বলতেই বাধা হয়ে দাড়ালে তুমি
কবিতার অস্ত্রে হলে রনাঙ্গীনি
পঙক্তির গোলায় জর্জরিত করলে আমাকে
হৃদয়কে করলে অবরোধ।


কাছে আসবো বলতেই চমকে দাড়ালে
গুটিয়ে গেলে লজ্জাবতী লতার মত
কাগজে কলমে দুরত্ব বাড়ালে
থমকে গেল আমার পৃথিবী।


প্রশ্ন করোনা জবাব পাবেনা এই বলে
নিজেকে আড়াল করে, এড়ালে আমাকে।
খতিয়ান টেনে দেখ একবার
কার ভাগে কত হাহাকার।


বুকে প্রচন্ড খূধা নিয়ে
অখাদ্যে মুখ দিওনা, কলংকে পুড়ে যাবে
ভেজা মাটির গন্ধে উতলা হয়ে
পোড়া মাটিতে আঁছড়ে পরোনা, আঘাত পাবে।


আমাকে দুঃখ দাও, ঘৃণা করো, তাও ভালো
নীরবতার মরণাস্ত্রে আঘাত হেনোনা,
পড়ন্ত বিকেলে বারান্দায় দাড়িয়ে থেকে
কৃষ্ণচূড়ার তলায় অন্তহীন চেয়ে থেকো না।