এসো রে সবাই, দাও রে ভাষণ
নবীনে প্রবীণে- পাতিয়া আসন
এসো নর-নারী,  ধরো তরবারী
মুছিয়া আঁখির জল।

হও  আগুসার,  -অসুর তাড়ার
গড়ো প্রতিরোধ নাও প্রতিশোধ
ঐকালো তাজ,নাও ধরে আজ
আনিয়া দেহে বল।।

শোষকের  দল, করিয়াছে ছল
মনে নাই ভীতি,গাহি দেশ গীতি
ভরে গেলো আজ,দূর্ণীতি বাজ
উঠাও সবে গর্জন।

করে  ভন্ডামী,   যতো  গুন্ডামী
আসে  দুর্যোগ,   জন   দুর্ভোগ
রেখো রে চুমি,   এই দেশ ভূমি
করেছি মোরা অর্জন।।

করো করাঘাত,যাক রে নিপাত
নাহি কোন ভয়,হবেই হবে জয়
চলো এক সাথ,রেখ হাতে হাত
ঐক্যবদ্ধে লড়ি।

অসুরের বিলাস,খুব অভিলাষ
নাহি  সংশয়,  ও-রে  মহাশয়
করিতে না শেষ,এ বাংলাদেশ
শোষণ মুক্ত গড়ি।।