এসেছিলে মোর হিয়ারও মাঝে তব প্রেম বিলাসী রাশ,
এসেছিলে মম ঘোর ক্লান্তি ক্ষণে করিলে মোর বিনাশ।
আজি উৎস্বাসে প্রয়াত মোর ক্ষণে উন্মাদে গাহিলে গান,
ব্যাথাময় ব্যাথির নিস্তারও হিয়ার তিল ক্ষয়ে খানখান।

বেদনাবিধুর যৌবনা সুর তুলে যশ বাজিয়ে মোর বাণী,
বিরহীর সুর তব উদম্মাদে অসার ঐ মোর জীবন খানি।
টলমল রূপে কাটে উৎস্বাসে প্রয়াত মোর বিংশকাল,
অতসীর রূপে অজ্ঞাতে হিয়া মোর ডুবিয়া করুন হাল।

আঁখি ছলছল করে টলোমল অঝোরে শ্রাবণ জলে,
না জানি কি দোষে কতো বেহুশে,মম ক্লান্ত হৃদয় গলে।
তব উৎস্বাসে আজি পুস্পতি লাহরীর বিষচক্র বাদ,
জ্বালাময়ী জীবন অনলের তুষে, পুরিলোনা মোর স্বাদ।

যাবারি বেলায় ফের ফিরিয়ে, মম নাহি ফিরে দেখো,
কোথা হতে আসি বাজালে বাঁশি সুরতরঙ্গে ডেকো।
আঁখিরও ক্ষণে বেহায়া আলি, লাগিলো হৃদয়ে দোলা,
কি করিব আজ এই ক্ষণকাল তব কি করে যাই ভোলা।

কুঁড়ে কুঁড়ে খায় ব্যাথা দিয়ে যায় আকন্ঠ ভবে মম নিশী,
স্তব্ধ করে শ্বাসপ্রশ্বাস মিথ্যা তব বিত্তবিলাশ শূন্য পড়শী।
অনু অনু মরি মোর প্রতিক্ষণ মরি ভবের এই মায়াজালে,
এই মোহনায় নিমগ্ন রয়েছি হায় ধরিত্রীর কূট কৌশলে।

ভাবিনি গো আজ রাখিয়া তোমারে যাইতে আমারি হবে,
নাহি করিতাম প্রেম প্রীতি খেলা থাকিবো না আর ভবে।
রঙিন ঝলকে নিমিষেই পলকে ধরণীতলে মম এসে,
আপনা জনের বিয়োগী ব্যাথায় কাঁদিবে শিয়রে বসে।