অসুর তোরা ঐ পেটোয়ার  কাপুরুষের দল
যদি থাকে হিম্মত তোদের আয় ময়দানে চল।
টিয়ারশেল আর রাবার বুলেট যতোই থাকুক বল-
শুনবো না আর তোদের মুখে মুর্খ মন্ত্রের ছল।


যাক নিপাত যাক চাটুকার দল, গনতন্ত্র মুক্তি পাক
আমরা হলাম বীর বাঙালি জাগোরে হে নওজোয়ান,
গাই বীর জাতি বীরত্বের গান- কন্ঠে তুলে স্লোগান
যা যা-রে যা রাজ বিদ্রোহী আমরা মহা আগুয়ান।


ওরে হিংস্র নরপিশাচ বন্দুকের নল দেখাস ক্যান..?
আনলাম ভাষা বায়ান্ন তে কোথায় গেলো তোদের ধ্যান,
বাংলা তে আজ গাইছি মোরা বাংলা তে হয় লক্ষ গান,
বাংলা আমার মায়ের ভাষা-বাংলা আমার আত্মার টান।


আমরা কী আর নির্বোধ রে ভাই রক্ত শীতল গায়.?
নয় নতশির - রইবো না আর চাটুকারের পায়,
শৃঙ্খল খোল, ধার তোল- শেখ মুজিবের বংশধর-
গর্জে উঠো হে নজরুল, হয়না যেন তাদের ঠাঁই।


বন্দীশালায় বন্ধী করো আর না যেনো মুক্তি পাই
দে'রে হুংকার দে দে রে সব -কন্ঠে তুলে উচ্চ ডাক,
কার ইন্ধনে চললো গুলি- স্বজাগ হও রে এবার জাগ
লাল সবুজের কেতন উড়াও- বীর সেনানী শান্তি পাক।


সাতচল্লিশ আর বায়ান্ন ও উনসত্তরের রক্তের স্রোত
কেমনে ভুলি সালাম বরকত ঐ শফিকের গভীর শোক,
করলো খালি পাক পিশাচরা বাংলা মায়ের কতো বুক
আমলারা কি মুছলো আজও অশ্রুসিক্ত তাদের চোখ?


দেখছি আজও স্বৈরাচারীর বাংলা তে তার উদঘাটন
রেব বিজিবি পুলিশ তোমরা খুলছো'না ক্যান পাটাতন,
রুদ্ধ করো শুদ্ধ ভাবে- চাই'নারে আর জ্বালাতন
ভেঙে ফেলো কালো হাত - দাও ভেঙে দাও দুঃশাসন।