তুমিহীন প্রিয় মোর  টলমল আঁখিজল,
জীবনের  তম-ঘোর  বেদনার  শতদল।
পুড়ে বুক  কত দুখ বোবামুখ ভাষাহীন,
হতাশার  আবরণ যাতনার বাজে বীণ।

মম মন নিধুবন  তোমাতেই পড়ে রয়,
গতিবেগ বায়ুময় আয়ুকাল ভেঙে ক্ষয়
নিদারুণ  হুতাশন   পুড়ে আজ তনুমন,
ছুটি হায়  অজানায়  যদি পাই হারাধন।

যত আশ ছিল খাস দুজনার একি পথ,
ধীরেপায় হেঁটে যাই যদি পাই দিশারথ।
নিরাশার ঘনমেঘ ঢেকে দেয় নীলাকাশ,
অবিরাম বয়ে যায়  মৃতপ্রায় অভিলাষ।

চুকে যায় কোলাহল সময়ের পরিশেষ,
নিভু সব প্রদীপের নিরালোক সমাবেশ।
বাগিচার কলি-ফুল অসময় ঝরে যায়,
বাঁচিবার নিবেদন খারিজের পথে ধায়।

কতআশ মিলনের আবেগের তাড়নায়,
ভরে সুখ মম বুক  নিমিষেই গেল হায়।
অবেলায় কাটিদিন তবু তার দেখা নাই,
আশাহীন জীবনের ব্যথাসব সয়ে যাই।