বুঝাই কাহারে -কি ব্যথা আহারে
এ হৃদয় শুধু জ্বলে,
নিমিষে আসিয়া গিয়াছে ভাসিয়া
আশার তরণী চলে।


জেদ ছিলো মনে ক্ষণিকের ক্ষণে
আসিতাম ফিরে হাসি,
ফাঁকা হলো ঘাট রবি গেলো পাট
স্মৃতি নিয়ে আজি ভাসি।


পোড়া এ কপাল দেখিনা সকাল
কালের সীমানা বাঁধা,
হলো'না তো শেষ গেলে অবশেষ
দিয়াছো কঠিন ধাঁধা।


আহা কি করিয়া --মরিয়া মরিয়া
বাঁধিয়াছি এই বাসা,
কত ছিলো সাধ ছুঁয়ে দিবো চাঁদ
চুকে দিলে মোর আশা।


আঁখিতে শ্রাবণ -অঝোরে প্লাবন
বিষাদী প্রেমের তরে,
কুসুমের বাগে -নাহি আর জাগে
অকালে কলি'রা ঝরে।