রূপ নগরের অবন্তী মোর
লিখতো চিঠি রোজ,
ফিরে পেতাম হাতের লেখায়
প্রনয়ণের খোঁজ।

কতো কথা চিঠির পাতায়
বেহুলা হয় প্রাণ,
লিখতো আরও -রাত্রি জেগে
রাধা কৃষ্ণের গান।

অবন্তীনির চিঠির খোঁজে
দিতাম পথেই হাঁক,
ডাক বিভাগের পিয়ন দাদা
কখন দিবে ডাক,

অবন্তী আজ -নেয় না খবর
ডাক পিয়নও নেই,
কালোঘাতের -অতীত স্মৃতি
পাবো কি আর সেই।

কালের স্রোতে পড়ছে ধরা
পত্র লেখা শেষ,
তথ্যযোগের প্রিন্ট মিডিয়া
ডিজিটালের দেশ।