করলাম মানা হাঁসের ছানা
যাসনে রে তুই বিলে,
পড়লে ধরা নামবে খরা
যখন খাবে চিলে।

ওঁৎ পেতে রয় চিল মহাশয়
লক্ষ তাহার নিচে,
করতে আহার নেই দয়া তার
নেয় উঠিয়ে খিঁচে।

মন দিয়ে শোন্ অ-বাচা ধন
কে থাকিবে পাশে?
কে বাঁচাবে কে ধাওয়া বে
প্রাণ যাবে তোর নাশে।

ওই অদূরে নিজ পুকুরে
যা পারিস খা খুঁটে,
বিপদ হতে রক্ষা পেতে
আসবি ঘরে ছুটে।

শোন্ রে মনা চাঁদের কণা
বক্ষে রাখছি ভরে,
রইবি বাসায় মনের খাঁচায়
জল কুঁড়া পান করে।