রক্তে রাঙা হৃদয় ভাঙা
একুশ এলো ঘরে,
স্মৃতিচারণ করছি স্বরণ
বীর শহীদের তরে।


ফেব্রুয়ারি লাশের সারি
কেমন করে ভুলি,
দেশের মাটি করলো খাঁটি
খেয়ে বারুদ গুলি।


কতো হামলা ধরে বাংলা
পাক বাহিনীর দলে,
নির্যাতনে কতো বোনে
প্রাণটা গেলো চলে।


দিলো রক্ত দেশের ভক্ত
শহীদ হলো তারা,
অশ্রু জলে নিত্য চলে
ভাই হারালো যারা।


অকাল হারা শহীদ যারা
মা কেঁদে যায় শোকে,
অমর স্মৃতি অটুট প্রীতি
লাল সবুজের বুকে।