জীবন নদীর বাঁধ ভাঙিবে
আসলে নেমে সাঁঝ,
চুর্ণ হবে জীর্ণ তরী
ঐ সাগরের মাঝ।


ঈশান কোণে কালো মেঘে
উঠবে যখন ঝড়,
বন্ধ হবে পালের হাওয়া
চলন তরীর স্বর।


সাধের তরী যত্ন করি
দিয়ে মোবিল জল,
রইবে পড়ি জীর্ণ তরী
অথই সাগর তল।


আসা-যাওয়া জীর্ণ তরীর
মুছে যাবে নাম,
রঙ্গ সজ্জা মাটি হবে
থাকবে'নাকো দাম।


এলোমেলো থাকবে পড়ে
জীবন তাসের ঘর,
ছিন্ন হবে সকল কিছু
সবেই হবে পর।