হৃদ মাজারে বাজতো বীণা
রাঙাতি মোর মন,
রোজ প্রতিদিন হন্য ছিলি
অ-পরাণের ধন।


বক্ষে ভরা মায়া ছিলো
লক্ষ করে দোষ,
সুজন ভেসে বাইতি তরী
রাখতি যে মোর খোঁজ।


এক নিমিষেই নিঃস্ব করে
ভাঙলি ওরে ঘর,
মুক্তো লুটে সটকে গেলি
করলি মোরে পর।


কার ঘাটে আজ নাউ ভাসালি
খুলতি মনের দোর,
তপ্ত বুকের পুড়ছে স্মৃতি
জ্বলছে করুণ মোর।


হচ্ছে ক্ষত দগ্ধ দেহের
যাচ্ছে যতো সাল,
স্বপ্ন ছিলো চোখ ভরা মোর
রচি --কল্প জাল।