তন্দ্রঘোরে কেউ -থেকো না
কর্মের খোঁজে চল,
নীল সাগরে মুক্তো কুড়াও
যতই থাকুক জল।

চলছে ছুটে সর্বজনে
জীবন যাত্রায় জয়,
কেনো'রে তুই ভীরুর মতো
পাচ্ছিস এতো ভয়।

কর্ম'রে তোর সুগম্য পথ
একটু খানি সুখ,
ফিরে পাবি সফলতা
বিলীন হবে দুখ।

অলস দেহ ঝাঁজরা জিবন
করবি কতো পার.?
নিদ্রা থেকে জাগ্রত হও
দাও লাঠিতে ভার।

জীবন দামী সফলতায়
রাখলে ধরে হাল,
তা নাহলে কঠিন যাবে
আসবে যতো সাল।