মানুষ হয়ে মানুষ মারে
অ-মানুষের দলে,
দেহ খানি লাল করে ভাই
রক্ত বন্যার ঢলে।

কতো রক্তের হোলি খেলা
নিত্য দিনি শুনি,
দিন দুপুরে চালায় ছুরি
যাচ্ছে বেড়ে খুনি

স্বার্থের টানে আপন ঘরে
বাপকে মারে ছেলে,
পাষাণ হাতে জবাই করে
যাচ্ছে রে ভাই ফেলে।

উঠে যাচ্ছে দয়া মায়া
ছিন্ন হচ্ছে বাঁধন,
মাটির সাথে মিশে দিচ্ছে
অনেক দিনের সাধন।

কোথায় গেলো  মানবতা
শান্তি সুখের ঘরে,
মানব হাতে মানব মরে
অকালে প্রাণ ঝরে।