প্রতিক্ষণে কুঞ্জবনে
চিরসবুজ গাঁয়,
হৃদয় টানে পাখির গানে
উদাস হয়ে যায়।

সকাল বেলা পাখির মেলা
শিশির ভেজা ঘাস,
মুক্ত মনে গহীন বনে
দীর্ঘায়িত বাস।

সন্ধ্যা হলে কূজন চলে
নিদ্রায় কাটে ঘুম,
প্রভাত কালে গাছের ডালে
কলকলানির ধুম।

নদীর কূলে -নানান ফুলে
সুভাষ বিলাই রোজ,
অলির দলে ছুটে চলে
করতে মধু খোঁজ।

গাছের তলে নানান ছলে
রাখাল তুলে সুর,
কন্ঠ দ্বারা আত্মাহারা  
দুঃখ হয়'রে দূর।