মদন বাবুর ফল বাগানে
ঝুলছে কালো জাম,
উঠলো গাছে ছেলের দলে
ভুলে বাপের নাম।

মগ্নে মাতাল এ'ডাল ও'ডাল
আত্মহারায় মন,
খাচ্ছে বসে চিকন ডালে
পেয়ে ফলের বন।

পাকা ফলের লোভ লালসা
ভুলে চতুর বাঁক
খানিক পরে উচ্চ স্বরে
মদন বাবুর ডাক,

গাছের শাখায় হুড়াহুড়ি
টেনশনে হয় ফিল,
এমন সময় মদন বাবু
মারলো ছুড়ে ঢিল।

ব্যথার ঘোরে করুন সুরে
বলে বাপরে বাপ,
কপাৎ করে এমন জোরে
দিলো একটা লাফ।