অনেক নারী শ্বশুর বাড়ি
বর'কে বলে রাতে,
চলো আমরা আলাদা হই
সুখে থাকবো ভাতে।

শ্বশুর ভাশুর ঊনিশ কুড়ি
পাইনা খেতে ভালো,
দু'জন মিলে খাবো আমরা
সংসার হবে আলো।

আর পারবো'না বই'তে বোঝা
তোমার বাবা মায়ের,
কষ্টে আমার জীবন যাচ্ছে
সহ্য হয়'না গায়ের।

কমবে'রে কাজ বাঁচবে শরীর
থাকবো আমি সুখে,
কষ্টের ঘানি টানবো'না আর
থাকতে চাইনা দুখে।

খেতে পারবো ভালো মন্দ
পরতে পারবো শাড়ি,
অনেক টাকা জমবে তোমার
হবে গাড়ি বাড়ি।