নাম লিখেছো গুণীর খাতায়
বিবেক বুদ্ধি বেশ্,
মাথায় ভর্তি জ্ঞানের থলি
করলে কিসে শেষ?

কাঁদছো না ক্যান অন্যের দুখে
ভরলে শুধু সুখ,
কে দিয়েছে স্বাধীন তোমায়
কার দ্বারা এই ঝোঁক।

পাকা ধানের মই চালিয়ে
পাচ্ছো কি ভাই স্বাদ?
ঢলতে গিয়ে পিছ ফিরে চাও
ফাঁদছে না কেউ ফাঁদ।

অন্যের ভূমি নিজ দখলে
গায়ের দেখাও জোর,
তাদের ঘরে থীম কালোরাত
আঁটকে দিলে দোর।

করছো ছিন্ন ছন্দপতন
দ্বন্দ্বে ভাঙাও চাল।
নিয়ে বেড়াও মিথ্যের থলি
তিল'কে বানাও তাল।