রক্তে রাঙা রঞ্জিত আজ
করছি আজো স্মরণ,
রক্তে নদী লাল করেছে
শেখ মুজিবের চরণ।

মিথ্যে ছলের ফন্দি জালে
করলো সর্বহারা,
কুলাঙ্গারের দল ছিলো যে
মিথ্যাবাদী তারা।

আগস্ট মাসের কালো রাতে
ঝড় তুফানের ভয়ে,
রক্ত স্রোতের নীল সাগরে
যায় নিমিষে ক্ষয়ে।

বৃদ্ধা থেকে অবুঝ শিশু
বুক ছিঁড়া ঐ কান্না,
নিঠুর ভাবে পাষাণ দলেই
রক্তে ভাসায় বন্যা।

নির্জন রাতে অস্ত্র হাতে
লাল করেছে মাটি,
দেশদ্রোহীরা ঠাই পাবেনা
ভাঙ্গবে তোদের ঘাঁটি।

বঙ্গবন্ধু জাতির দরদ
বিশ্ব বিবেক খাতা,
স্বাধীনতার মুকুট মুজিব
স্মৃতির গড়া পাতা।