রংবাজের ঐ রঙ তামাশা
রঙ্গশালা ঘিরে,
রাত-দুপুরে রক্ত হরন
রক্ত নদীর তীরে।

রক্ষা পায়'না রমনীর রূপ
রাখছে না হাল দেহ,
রূপের দোষে ইজ্জত হানি
রক্ষার্থে নেই কেহ।

রক্তে রাঙা রঞ্জিত আজ
রক্ত ঝরা ক্ষত,
রক্তাক্ত হয় রক্ত লালে
রোজ বিহনে শত।

রক্তগঙ্গার রং মেখে'যে
রঙের কথা বলে,
রাম  ছাগলে রংমহলে
রাজার বেশে চলে।

রক্তক্ষয় আজ রক্তচন্দন
রক্ত স্রাব নয় হাসি,
রক্ত কাঞ্চন রক্ত ভাঙ্গায়
রঙচটায় সব বাসি।