শুনবি নাকি খোকন সোনা
স্বাধীনতার ছড়া!
রক্তস্রোতে স্বদেশ আমার
যাদের দিয়ে গড়া।

শোনরে মদন মানিক রতন
কানপেতে সব শোনো,
পড়ল ঝেঁপে পাক-হানাদার
মিথ্যে সে নয় কোনো!

আনলো সাথে অস্ত্র কামান
শত্রু সেনার দল,
দাগলো তারা বুলেট বোমা
রক্তে ভাসায় ঢল।

ঝলসে দিল স্বদেশ আমার
পল্লী- পাড়া- গাঁয়,
খুবলে খেলো চিল শকুনে
মরলো মা-বোন ভাই!

উঠলো ক্ষেপে বীর সেনানী
পাক'রা নিলো বাক,
উঠলো বেজে ডুগডুগিতে
তাক ডুমা ডুম ডাক।

আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন- ০১৮১৮-০৬৫৩২৪