রাজা আসিয়া বলে কাঠুরির ছলে
গিয়া কাঠুরির দ্বারে,
বলো মম শুনি কোন ধনেই ধনী
মানুষ হইতে পারে।

এই কথা শুনিয়া হাসিল দুনিয়া
হাসিল কাঠুরির মনে,
কহিলো কাঠুরি কে তুমি শিকারী
এসেছো গহীন বনে?

রাজা বলে হেঁসে এসেছি এ বেশে
রাজ্য ক্ষমতা হাতে,
থাকি পাকা ঘরে পাশে নারী নরে
ঘুম নাহি তবু রাতে।

কহিলো কাঠুরে জীবন এ সুদূরে
সুখ যদি চাও তুমি,
ছাড়িতে হইবে এক এক সবে
পাপের রাজ্য ভূমি।

টাকা যার যত চায় আরো ততো
তাতে দুখ শুধু রবে,
টাকা টাকা করে হা-হুতাশে মরে
সুখ নাহি তার হবে।

জমা নেই কিছু মম জাতে নিচু
প্রভু ডেকে মন ভরে,
সেবি মনোফুলে গুরু পদ মূলে
পাই সুখ ভব পরে।