গোবর সারে শ্রেষ্ঠ খাবার
ফলতো ধানের শীষ,
বর্তমানে প্রয়োগ করে
নানা রকম বিষ।

আগের দিনের শস্যকণা
কতো ছিলো স্বাদ,
এখন দেখি সব কিছুতেই
মরণ ব্যাধির ফাঁদ।

স্বাদের জিনিস বিস্বাদ হলো
মনে হয়'যে ঘাস,
শতো রকম ফরমালিনে
জীবন হচ্ছে নাশ

হয়নি কারো অপুষ্টি হীন
সুস্থ থাকতো মন,
চিনতো'নাযে অসুখ বিসুখ
কালের মানুষ জন।

আজকে সেদিন মরে গেলো
কোথায় পাবো আর,
নিজের ক্ষেতে দিচ্ছে সবাই
কতো রকম সার।