চেতনার অগ্নিশিখা
মো: সোহেল মাহমুদ


নির্যাতিত মানুষেরা সেদিন স্বাধীনতা
বুঝেনি, বুজেছে বাঁচার অধিকার।
পাকিস্তানি মিলিটারিরা যখন
বলেছে- লুটেগা ইজ্জত
সেদিন থেকেই বাঙালি লড়তে শিখেছে
অন্যায় আর দুঃশাসনের বিরুদ্ধে...
শকুনের লোলুপ দৃষ্টি পড়েছিল
সেদিন এদেশের উপর
হিংস্র জানোয়ারের মতই নিরীহ
হরিণ শিকারে নেমেছিল তারা।
তাদের লালসার লেলিখান শিখায়
হাজারো বাড়িঘর পুড়ে ছারখার
হত্যা, লুন্ঠন আর ধর্ষণের পৈশাচিকতায়
বাংলার মাটি প্রকম্পিত ও কলঙ্কিত।
তাদের হোলি খেলায় রক্তে রঞ্জিত
বাংলার পথ প্রান্তর
নিপীড়িত মানবতার ক্রন্দন রোলে
আকাশ বাতাস শান্ত ও অম্লান।
হিংস্র প্রাণীরা যখন দপাস দপাস
আওয়াজ করে মা বোনেরা
তখন ঘরের কোণে বসে
তসবিহ জপে আল্লাহ, ভগবান রক্ষা কর।
শান্ত, নিরীহ বাঙালীর
আত্মা কাঁপে প্রাণ হারানোর শঙ্কায়।
কত জীবন, সংসার অন্তসার শূণ্য হয়ে দাঁড়িয়েছে..
দুর্বিসহ যন্ত্রণা, দীর্ঘশ্বাসে সবাই অস্থির
কবে হবে মুক্ত স্বদেশ?
নির্বাহী সম্পাদক, মাসিক ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।