ভালবাসার অন্যরূপ
মো.সোহেল মাহমুদ


ভালবাসা শুধুই হাসি
কেননা ইহা ছলনা
ভালবাসা কি ক্ষনিকে পাওয়া
নাকি চির মিলন।
ইহাত হত যদি ভালবাসা হত একজন।
ভালবাসা  এখন শুধুই খেলা
যে  খেলে অধিকজন।
যদি লাগে কাউকে ভাল বলি ভাল আর আছে।
ভালবাসা, ভালবাসা
এটা কি শুধুই নাম, নাকি অন্য কিছু
ভালবাসা নয়?
প্রিয়জন হত যদি, প্রেয়সীর মত
যত হোক বিরহ, যত হোক বেদনা
হত মিলন।
নির্বাহী সম্পাদক, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।