বাঁচাও রোহিঙ্গা, বেঁচে থাকুক মানবতা, বেঁচে থাক সভ্যতা
কবি- মোঃ সোহেল মাহমুদ


রোহিঙ্গা মুসলিমদের আর্তনাদে-
নষ্টের কশাঘাতে জর্জরিত বিশ্ব বিবেক,
কি করুণ আর্তনাদে কাপঁছে পৃথিবী!
কোথায় মানবতা, আজ কোথায় সভ্যতা!
পৃথিবী কেন এত নিশ্চুপ?
ধর্ষিত মা, বোনের চিৎকারে
পৃথিবীর ইজ্জতও আজ ভুলিন্ঠত।
মানবতার ভুলি আওরানো মানুষের
আজ কেন এত নিশ্চুপ?
আজ তারা দেখেও দেখেনা, শুনেও শুনে না।
তারা কি আঙুল ঢুকিয়েছে কানে?
লাশ, আর রক্তের বন্যাই ভাসছে পৃথিবী
এ যেন সভ্যতা নয়, এক মৃত্যুপুরী।


কবি- মোঃ সোহেল মাহমুদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মোবাইলঃ ০১৮১৮-৩৩২০৮৪