আমরা ছিলাম পূর্বে ভিন্ন রূপে,
আগুন, পানি, মাটিতে মিশে ছিলাম আমরা।
বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন কিছুই এ তিনের বাইরে নয়,
প্রথম আগুন, অতপর পানি, তারপর মাটি।
সৃষ্টির সূচনা হলো এক অগ্নি বিষ্ফোরণ,
পানি, মাটি তো আরো পরে।
তাহলে তো আমরাও হলাম অগ্নি!
বাইরের টা কেবল খোলস।
অগ্নির বিষ্ফোরণ, অগ্নি হইতে,
আমরা হলাম তারই দীপ্তিময় আলোর
প্রকাশ মাত্র।