আগের মতো আছো
                                       ক্রমিক-নংঃ ৭৩
        _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তুমি কি এখনো আগের মতো আছো
নাকি ষড়ঋতুর মত অনেকটা বদলে গেছো?
এখনো কি...
             রাঙ্গা ঠোঁটে মিষ্টি করে হাসো?
এখনো কি....
            সকাল বেলায়  নীরব মানষী হয়ে থাকো?


এখনো কি.....
            সন্ধ্যার পরে তারাদের সাথে আড্ডা-গল্পে মেতে উঠো?
           নাকি সংসারের কাজের চাপে একদমি সময় পাওনা।
এখনো কি....
            রোজ বিকালে পুরো গাঁ চষে বেড়াও
            আর কোকিলা সুরে মধুর গান ধরও।
এখনো কি...
            সুযোগ ফেলে বৃষ্টিতে ভিজে যাও
            নাকি; বৃষ্টিও আমারি মত তোমার দেখা আর পায় নাহ্।


সত্যি কি তিমির আধ-ছায়ার মত, তোমার হাসি মুখটাও
কেমন জানি বির্বষ্য ও মলিন হয়ে গেছে।
সত্যি করে বলবে কি আমায়
কেন বদলে গেলে অবেলায়
আমি প্রিয় আজও ভালবাসি তোমায়।।


রচনাকালঃ ০৬--০৭--২০১৬ইং