বেনামি কান্না
     ক্রমিক-নংঃ ৩১১
    -শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজ আকাশটা সন্ধ্যা ধরে কেঁদেই চলেছে
একবারের জন্যও থামেনি তার কান্না,
বলেনি মেঘের গর্জন দিয়ে কিসে তার বেদনা।
কেউ জানতে চায়নি কেন তার অবিরাম কেঁদে যাওয়া
কিসের এতো কষ্ট তার, কেউ জানতে চায়নি!
তার বোকার মত কান্না দেখে হাসছি তুমি-আমি
অথচ আমাদের জীবনে বৈচিত্র আনতে কাঁদছে সে রোজই।
আকাশের এমন বাহনাহীন নির্বাক কান্না দেখে
কখন যে নয়নের জলে সিক্ত হলাম টেইর পাইনি।
আকাশটা তো তোমার-আমার একার না, ওটা সবার
তবে কাঁদছি কেন তুমি-আমি? উত্তর দাও।
কি হল, তুমিও দেখি বোবা কান্নায় নির্বাক...।।
              
রচনাকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।