বিশুদ্ধ ভালোবাসা
          ক্রমিক-নংঃ ৩১২.
- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
              
ভালোবাসার রূপক কোন অর্থ নেই
নেই কোন সংজ্ঞা কিনবা বিস্তার কোন ব্যখ্যা।
ভালোবাসা মানে দু'টি দেহ
এক আত্মা হয়ে বাঁচার প্রতয়।
ভালোবাসা মানে স্বার্থ ভুলে
তোমার জন্য সর্বশ বলিদান।
ভালোবাসা সে তো ভালোবাসাই,
যেখানে থাকবে না চাওয়া পাওয়া হিসেব।
থাকবে শুধু নিরবে নিভৃতে
ভালোবাসার মানুষকে ভালোবেসে যাওয়া।।


ভালোবাসায় যখন শর্ত কিনবা স্বার্থ শব্দটি যোগ হবে
নারী তখন ছলনাময়ী আর পুরুষ হবে স্বার্থবাদী।
ভালোবাসা মানে নয় স্বপ্ন দেখিয়ে করা আলিঙ্গন
কিনবা এক বিছানায় রাত্রি যাপন।
ভালোবাসা মানে নয় টাকা ফুরিয়ে গেলে
করবে ঘোষণা সম্পর্কের সমাপ্তি।
কোন শহরে কোন প্রহরে মিলবে বিশুদ্ধ ভালোবাসা
স্বার্থ ত্যাগ করে যুগল করবে ভালোবাসা।
            
রচনাকালঃ ০৫ মার্চ ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]